সোমবার রোড শো শেষ করার পর দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। কিন্তু তাঁর রোড শো এর জন্য সময়মতো মনোনয়ন কেন্দ্রে পৌঁছতেই পারলেন না কেজরিওয়াল। আর সেই কারণে ওই দিন মনোনয়ন জমা দিতে পারেননি আপ সুপ্রিমো। আজ মঙ্গলবার তিনি মনোনয়ন জমা দেবেন বলে সূত্রে জানা গেছে। কেজরিওয়াল বলেন, আমাকে বলা হয়েছিল আজ মনোনয়ন জমা দিতে। কিন্তু আমি কীভাবে রোড শো এ আসা জনতাকে ছেড়ে যাব।
আমি কাল মনোনয়ন জমা দেব। এদিন বাল্মিকী মন্দির থেকে কেজরিওয়ালের রোড শো শুরু হয়। ঠিক হয়েছিল নির্বাচন কমিশনের অফিসে গিয়ে তিনি রোড শো শেষ করবেন। কিন্তু কনট প্লেসে তার রোড শো এ বিপুল মানুষের ভিড় হয়ে যায়। তার জেরেই সময়মতো গন্তব্যে পৌঁছতে পারননি দিল্লির মুখ্যমন্ত্রী। নয়াদিল্লি কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন কেজরিওয়াল। এদিকে ইতিমধ্যে বাবার হয়ে প্রচারে নেমে পড়েছেন অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা কেজরিওয়াল। অন্যদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী খুঁজতে হিমশিম খাচ্ছে বিরোধী শিবির।