Uncategorized

জন্মদিনে উপহার পাওয়া ১০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান গলসির খুদে ছাত্রীর

করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত পরিস্থিতি গোটা বিশ্বের। একই অবস্থা আমাদের দেশ ও রাজ্যেরও। এই পরিস্থিতিতে অভিনবভাবে জন্মদিন পালন করল খুদে পড়ুয়া। দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে জন্মদিনে কাছের মানুষদের কাছ থেকে উপহার পাওয়া ১০ হাজার টাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল গলসির দত্তপাড়ার পঞ্চম শ্রেণীর ছাত্রী দীধিতি সিঞ্চনা বিশ্বাস। সম্প্রীতি, মানববন্ধন, ভালবাসা ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোয় ছোট্ট এই পড়ুয়ার ভূমিকার ভূয়শী প্রশংসা করেছে প্রশাসনও। মেয়ের এই কাজে গর্বিত তার বাবা-মাও।

করোনায় আক্রান্ত এবং উমপুনের তাণ্ডবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে জন্মদিনের টাকা দান করার সিদ্ধান্ত নেয় দীধিতি। তাই, মানব প্রেমের এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রইল এই খুদে পড়ুয়া। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা তুলে দিতে পেরে খুশি সে নিজেও। দীধিতি বলে, প্রতিবছরই জন্মদিন পালন করি। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে এবং উমপুনের তাণ্ডবে বিপর্যস্ত সাধারণ মানুষ। অনেক মানুষ খেতে-পরতে পারছেন না। ঘর-বাড়িও হারিয়েছেন অনেকে। তাদের দুঃখের কথা মনে করলে খুব কষ্ট হয়। তাই এবার ঘটা করে জন্মদিন পালন না করে সেই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছি। তারা যাতে কষ্ট থেকে একটু মুক্তি পায় তাই একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দীধিতির মা মোনালিসা হাজরা বিশ্বাস বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ সংকটের মুখে রয়েছে। একদিকে করোনা, অন্যদিকে উমপুনে বিপর্যস্ত মানুষ। মানুষ যখন বিপদে পড়ে তখন তাই কেউ তাদের পাশে এসে দাঁড়াক। আমাদেরও উচিত সেই সমস্ত দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। তাই মেয়ে বড় হয়ে যাতে বিপদে পড়া মানুষের পাশে থাকতে পারে সেই শিক্ষা দিয়েছি। মেয়ের জন্মদিনটা যে এত ভালো করে পালন করতে পারব সেটা ভেবে খুব ভালো লাগছে। মানব প্রেমের শিক্ষা ফুটে উঠেছে শিশুমনে।

Loading

Leave a Reply