দেশ

জম্মু-কাশ্মীরে আবারো গুলির লড়াই , নিহত মেজর,কর্নেল সহ পাঁচ।

এই মুহূর্তে সারা বিশ্ব করোনাতে কাবু। প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি লাইন দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভারতবর্ষে সংখ্যাটা রীতিমত শংকিত হওয়ার মত। সারা বিশ্ব যখন এই করোনা যুদ্ধে অবতীর্ণ তখনও সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির যুদ্ধ থেমে থাকছে না। মানুষ যখন মানবজাতিকে রক্ষা করার লড়াইয়ে নেমেছে তখনই দেশের আর এক প্রান্তে মানুষের সাথে চলছে মানুষের গুলির লড়াই।সূত্র থেকে খবর পাওয়া গেছে জম্মু-কাশ্মীরের হান্ডিওয়ারায় এনকাউন্টারে মারা গেছেন এক কর্নেল, মেজরসহ ৫ জন।দীর্ঘক্ষণ গুলির লড়াই এর ফলেই এই ৫ জনের মৃত্যু হয়েছে বলেও খবর মিলেছে।



Loading

Leave a Reply