দেশ

জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর

আজ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর উদ্দেশ্যে ‌আত্মনির্ভর ভারত অভিযান‌ প্যাকেজের কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। চাহিদা ও জোগানের ব্যালেন্স সঠিক জায়গায় নিয়ে হবে। দেশবাসীদের চাহিদা মেটাতে হবে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে দৃঢ় করার জন্য নতুন আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারত অভিযান‌ প্যাকেজ।

এর আগে সরকার যে আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল এবং আজ যেটা করা হল, তাদের যোগ করলে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ হচ্ছে। এই প্যাকেজটি জিডিপির ১০ শতাংশ। এই আর্থিক প্যাকেজ সৎ করদাতাদের ও মধ্যবিত্তদের জন্য বিশেষ ব্যবস্থা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্যও এই প্যাকেজ ঘোষণা করলেন। সমস্ত বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করেছে বাম ও তৃণমূল।

Loading

Leave a Reply