দেশ স্বাস্থ্য

জামাকাপড় বা বিছানার চাদর থেকেও ছড়াতে পারে করোনা, সতর্কবার্তা কেন্দ্রের

জামাকাপড় বা বিছনার চাদর থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস। এমনই সতর্কবার্তা দিল কেন্দ্র। এনিয়ে তারা সচেতনামূলক প্রচারও শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ থেকে দূরে থাকতে বিছিন্ন গাইডলাইনও দিয়েছে সরকার। তবে, কাগজ, টাকা ও কার্ডকোড়ের মতো সামগ্রী থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই বলে আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু জামাকাপড় বা বিছানার চাদর থেকে এই মারণ ভাইরাস সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছে। আইসিএমআরের দাবি, জামাকাপড় ও বিছানার চাদরে সংক্রমণ ছড়ালেও এই দুটি সামগ্রীর মধ্যে ভাইরাসের বেঁচে থাকার স্থায়িত্ব খুবই কম।



এমনকী কোনও করোনা আক্রান্ত হাঁচি বা কাশি থেকে লালরস জামাকাপড়ে পড়লে তবেই সংক্রমণ ছড়াতে পারে। এমনকী ওই জামাকাপড় পরে এসে বিছানায় শুয়ে পড়লে বিছানার চাদরেও ওই ভাইরাস বেঁচে থাকতে পারে। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে, বাইরে থেকে জামাকাপড় পরে বাড়িতে ঢোকার পরে তা গরম জলে সার্ফ বা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এমনকী ধোয়ার সময় ব্লিচিং ব্যবহার করলেও ভালো হয়। সংক্রমণ এড়াতে প্রত্যেককেই এই সতর্কতাগুলি অবলম্বন করতে হবে। অযথা বাইরে না ঘুরে সরকারি নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থমন্ত্রক। এমনকী লকডাউন অমান্য করে অযথা বাইরে না ঘোরা ও মাস্ক ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।



Loading

Leave a Reply