রাজ্য

জুন মাসে উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা হবে এবং কলেজের একটি করে সেমিস্টার বাতিলের সিদ্ধান্ত নিলেন সরকার।

পরিস্থিতি স্বাভাবিক হতে হতে জুন মাস গড়াতে পাড়ে, এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চমাধ্যমিকের যে তিনটি পরীক্ষা বাকি ছিল সেই বাকি তিন পরীক্ষা জুন মাসে হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ ক্লাসের পরীক্ষার জন্যও সাহায্য করা হবে। তাদের পরীক্ষা দিতে হবে না বলেই মনে করা হচ্ছে। কলেজের এবং ইউনিভার্সিটির পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটা করে সেমিস্টার নেওয়া হবে না বলে জানা গেছে।



মুখ্যমন্ত্রী জানান ছাত্র-ছাত্রীরা যদি প্রথম সেমিস্টার দেবার জন্য প্রস্তুত হয়ে থাকে তবে তার প্রথম সেমিস্টার দিতে হবে না, তাকে একেবারে দ্বিতীয় সেমিস্টার দিতে হবে। অপরদিকে কোন ছাত্র-ছাত্রী যদি তৃতীয় সেমিস্টার দিয়ে থাকে এবং প্রস্তুতি নেয় চতুর্থ সেমিস্টার দেবার জন্য তবে তাকে দিতে হবে পঞ্চম সেমিস্টার। অর্থাৎ একটা করে সেমিস্টার না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এমনকি ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের ক্ষেত্রেও এই চিন্তাভাবনা নেওয়া হয়েছে। সর্বোপরি ফাইভ ইয়ার সেমিস্টার নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেখানা মোট সেমিস্টার হয় ছয়টি, সেখানে শিক্ষার্থীদের এই বর্ষে পাঁচটি করে সেমিস্টার দিতে হবে। একটা করে সেমিস্টার বন্ধ করে দেওয়া হলো। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।

Loading

Leave a Reply