জেলা

জেএনইউকাণ্ডের দায় স্বীকার করে ভিডিও পোস্ট হিন্দুত্ববাদী সংগঠনের

দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় হামলা চালিয়েছে মুখোশধারী অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাদের চিহ্নিত করতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ফেস রেকগনিশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে পুলিশ। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি প্রতিনিধিরা এসে নমুনা সংগ্রহ করেছেন। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর পর্যন্ত জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। খুব শীঘ্রই মুখোশধারী দুষ্কৃতীদের চিহ্নিত করা হবে। এর মধ্যেই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে একটি চরম হিন্দুত্ববাদী সংগঠন। ওই সংগঠনটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। সেখানে এক ব্যক্তি নিজেকে পিঙ্কি চৌধুরী নামে পরিচয় দিয়ে জেএনইউ কাণ্ডের দায় স্বীকার করেন।

পাশাপাশি জানান, যারা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের অবস্থা হবে জেএনইউয়ের পড়ুয়া ও শিক্ষকদের মতো। তিনি বলেন, গত বেশ কয়েক বছর ধরে বামপন্থীদের খাঁটি হয়ে উঠেছে জেএনইউ।আমরা তা বরদাস্ত করব না। হিন্দু রক্ষা দলের তরফে পিঙ্কি চৌধুরী, ভূপেন্দ্র তোমার ঘটনার দায় স্বীকার করেছে।  যারা হামলা চালিয়েছে তারা প্রত্যেকেই আমাদের স্বেচ্ছাসেবক বলে তাঁরা দাবি করেন। আমরা দেশের জন্য জীবন উৎসর্গ করতে রাজি। ভারত মাতার জন্য যারা এই কাজ করতে পারবে না তাদের এদেশে থাকা উচিত নয়। পরবর্তীকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি স্পষ্ট হুমকি দিয়ে জানান, যারা দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত। তাদেরকে একই হাল করা হবে।

Loading

Leave a Reply