জেএনইউ কান্ড নিয়ে যখন সরব হয়েছে গোটা দেশ। তখন এরাজ্যও তার ব্যতিক্রম হয়নি। পড়ুয়া থেকে অধ্যাপক সাধারণ মানুষ সকলেই এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করছেন। আর তাকেই টুইট করে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকার। তাঁর বক্তব্য, যাদবপুরের ঘটনার সময় যারা ছিলেন, তারাই জেএনইউ কাণ্ড নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন। এটা চিন্তার বিষয়। যদিও রাজ্যপালের এরকম মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে শিক্ষা মহলে। তাদের মতে যাদবপুর ও জেএনইউ কাণ্ড এক নয়। শিক্ষামন্ত্রীও রাজ্যপালের প্রতিক্রিয়াকে ঠিকভাবে নেননি।
যেদিন দিল্লির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর হামলার ঘটনা ঘটে, তারপর দুদিন কেটে গেলেও কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্যপাল। এই ঘটনা নিয়ে কোনও টুইট করেননি। কিন্তু যেভাবে এই ঘটনার প্রতিবাদে কলকাতায় আন্দোলনের ঝাঁঝ তীব্র হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই রাজ্যপাল যাদবপুরের আন্দোলন প্রসঙ্গ টেনে এনেছেন। কেন সেই সময় ওই ব্যক্তিরা চুপ ছিলেন ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন জগদীপ ধনকর। তিনি বলেন, নিজের ঘরে আগুন লাগলে সেদিকে নজর দিতে হয়। অর্থাৎ ঘটনা ভিন্ন রাজ্যের, এ রাজ্যে যখন আন্দোলন সংঘটিত হল রাজ্যপাল কে উপেক্ষা করা হল। তার দিকে কেউ নজর দিলেন না। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনরকম নৈরাজ্য কাম্য নয় বলে জানিয়েছেন রাজ্যপাল।