দেশ

জ্যোতিরাদিত্যকে বিশ্বাসঘাতক বলতে রাজি নন রাহুল

মাত্র কয়েক সপ্তাহ আগের কথা, দিল্লির হিংসা নিয়ে বিজেপিকে দৌব দেখেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেই তিনি ভোপালে ফিরে বললেন বিজেপিতে যোগ দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। যদিও এতকিছুর পরেও নিজের ছেলেবেলার বন্ধু জ্যোতিরাদিত্যকে কড়া কথা বলতে নারাজ রাহুল গান্ধী। এমনকী তিনি মনে করেন, গোয়ালিয়রের মহারাজা এখন যা বলছেন তা তাঁর মনের কথা নয়।

রাহুল বলেন নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে তিনি ভয় পেয়ে গেছিলেন তাই মতাদর্শকে লুকিয়ে তিনি আরএসএসে শেষে চলে গেছেন। অন্যদিকে বিজেপির রাজ্য দপ্তরে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিরাদিত্য জানিয়েছেন, তাঁর লক্ষ্য রাজনীতি নয়, জনসেবা। গেরুয়া শিবির তাঁকে গ্রহণ করায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দলীয় সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এমনকী তিনি বলেন, ২০১৮ সালে আমরা একে অপরের বিরুদ্ধে লড়েছিলাম। এখন আমরা একসঙ্গে। তবে নতুন দলের মতাদর্শ নয়, তাঁর কথাবার্তায় ফিরে এসেছে কংগ্রেসের অনুষঙ্গ। জ্যোতিরাদিত্য বলেন, কুড়ি বছর ধরে যে সংগঠন ও পরিবারের সদস্য ছিলাম তার সবটা পিছনে ফেলে আপনাদের হাতে নিজেকে তুলে দিচ্ছি। তবে জ্যোতিরাদিত্য যাই বলুন না কেন, রাহুল গান্ধী এখনও তাঁকে বিশ্বাসঘাতক ভাবেন না সে কথা স্পষ্ট। তিনি বলেন, ওঁর মতাদর্শ সম্পর্কে জানি ওর সঙ্গে কথা চলবেই।

Loading

Leave a Reply