জেলা

ঝাড়গ্রামে পুলিশ লাইনের ছাদ থেকে এলোপাথাড়ি গুলি কনস্টেবলের

ঝাড়গ্রামে পুলিশ লাইনের চারতলার ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চালালেন বিনোদ কুমার নামের এক জুনিয়র কনস্টেবল। ইতোমধ্যেই বন্দুক থেকে প্রায় ৪০ রাউন্ড গুলি চালিয়েছেন তিনি বলে খবর। এর জেরে হতাহতের কোনও নেই। তবে ঘটনার জেরে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায় । ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা।




স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকালে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে কনস্টেবল বিনোদ। মাইকে ওই কনস্টেবলকে নীচে নেমে আসার অনুরোধ জানানো হলেও তাতে কর্ণপাত করেননি বিনোদ। তিনি কেন গুলি চালাচ্ছেন, তা জানতে চাওয়া হলেও কোনও উত্তর দেননি ওই পুলিশ কনস্টেবল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪০ রাউন্ড গুলি চালালেও, জেলা পুলিশ লাইনের আর্মারির ওই কনস্টেবলের কাছে প্রায় ১০০ রাউন্ড গুলি থাকতে পারে।



লকডাউনের কারণে রাস্তাঘাট ফাঁকা হওয়ায় বিনোদের ছোঁড়াগুলিতে কেউ জখম হয়নি। সাধারণ মানুষ যাতে এলাকায় না ঢুকতে পারে, তাই ডিয়ার পার্ক থেকে কদম কানন মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় একটি অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িও।ঘটনার জেরে আতঙ্কিত রয়েছেন এলাকার মানুষ।



Loading

Leave a Reply