গোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। সপ্তমীর দিন থেকে নিখোঁজ ছিলেন সঞ্জয় সাঁতরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন হদিস পাওয়া যায়নি তার। অবশেষে ৫ দিন পর ঝুলন্ত অবস্থায় দেহ মিলল তার। গোঘাটের পশ্চিমপাড়া এলাকায় শ্বশুরবাড়িতেই থাকতেন সঞ্চয় সাঁতরা। স্থানীয়রা বলছেন পারিবারিক অশান্তির কারণে, পশ্চিমপাড়া এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যায় সঞ্জয়। ৩০ বছরের সঞ্জয় তার বউ এবং দুই ছেলের সাথে অশান্তি করে এবং ছেলে বৌ কে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর পাঁচ দিন তার কোন হদিস পাওয়া যায়নি। অবশেষে কৃত্তিবাসপুর এলাকায় তার বাড়ির কাছাকাছি এলাকায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়।
প্রতিবেশীরা আরো জানিয়েছেন একটি জঙ্গল এলাকা থাকে দুর্গন্ধ আসছিল গত কয়েকদিন ধরে। তারা সেই দুর্গন্ধের হদিশ পায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে সেই গন্ধের হদিস করতে গিয়ে মেলে সঞ্জয়ের ঝুলন্ত মৃতদেহ । তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয় টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।