করোনা সংক্রমণ এড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র এবং রাজ্য। সংক্রমণ এড়াতে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছিল আগেই। রবিবার ভোর ৪টে থেকে রাত দশটা পর্যন্ত কোন মেল ট্রেন চলবে না বলেও জানায় রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ বিশেষভাবে আবেদন জানিয়েছিল, সংক্রমণ এড়াতে বিশেষ প্রয়োজন ছাড়া ট্রেনে চড়া কম করার জন্য।
জানা গেছে রবিবার সমস্ত মেল ট্রেন এক্সপ্রেস ট্রেন বন্ধ হওয়ার সাথে সাথে বিভিন্ন রাজ্যের লোকাল ট্রেনও একদম কম চলবে। এমতো অবস্থায় রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন ২১ শে মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টিকিট বাতিল করলে সমস্ত টাকা ফেরত পাওয়া যাবে। বর্তমানে যা নিয়ম ছিল তাতে করে বাতিল হওয়া ট্রেন গুলির টাকা ফেরত নেওয়ার জন্য ৭২ ঘন্টা সময় দিত রেল। কিন্তু বর্তমানে বাতিল হয়েছে প্রচুর ট্রেন।
বাতিল হওয়া ট্রেনের টাকা ফেরত নেওয়ার জন্য প্রচুর পরিমাণে জমায়েত হচ্ছে স্টেশনগুলিতে। সে কারণে নির্দিষ্ট সময়ের বাতিল হওয়া ট্রেন গুলির টাকা ফেরত দেওয়ার জন্য ৪৫ দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ট্রেন বাতিল এবং বহু যাত্রী তাদের সফর বাতিল করছেন। এই দুই ক্ষেত্রেই টাকা ফেরত দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। অনেকক্ষেত্রে দেখা যাচ্ছিল কম টাকা ফেরত দেওয়ার জন্য টিকিট বাতিল করতে চাইছিল না সাধারণ মানুষ। কিন্তু এবার তার জেরেই রেল এই সিদ্ধান্ত নিয়েছে। ২১ শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত যে সমস্ত টিকিট বাতিল হবে তার ১০০% টাকা ফেরত দেবে রেল।