বিনোদন

টুইটার ছাড়ছেন একের পর এক বলিউড তারকা, এবার তালিকায় অভিনেত্রী কুবরা

প্রতিদিন নানা বিতর্কিত পোস্ট। একে অপরকে আক্রমণের ফুলঝুরি। প্রতিদিনই নতুন নতুন কাহিনী। নতুন বিতর্ক। কোনওভাবেই অবসান হচ্ছে না বিতর্কের। একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন টুইটার হ্যান্ডেলে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ, মাদক সহ একাধিক ইস্যুতে তোলপাড় হচ্ছে বলিউড। তানিয়ে লেগেছে রাজনীতির রংও। এসব বিতর্কিত অংশ বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা টুইটার হ্যান্ডেল এ পোস্ট করছেন। আর তাতেই কার্যত বীতশ্রদ্ধ বলিউডের একটা অংশ। বহু অভিনেতা অভিনেত্রী এই বিতর্কের বাইরে থাকতে টুইটার হ্যান্ডেল ছাড়ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সেক্রেড গেমস খ্যাত অভিনেত্রী কুবরা সেইট।

টুইটার থেকে বিদায় নেওয়ার আগে তিনি তার কারণ পোস্ট করেছেন তিনি লিখেছেন কী কারণে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আর ব্যবহার করবেন না। তবে কি উদ্দেশ্যে তিনি তা বলতে চেয়েছেন সেটা অবশ্য বোঝা যায়নি। তুমি পোস্ট করে লিখেছেন, টুইটার আমি তোমার থেকে একটু বিরতি নিচ্ছি। আমি ঘোষণা করছি যে এবারে তোমাকে আনইন্সটল করার সময় এসেছে। আমি মনের দিক থেকে সুস্থ হয়ে উঠলে আবার তোমার সঙ্গে দেখা হবে।

Loading

Leave a Reply