বাড়িতে বছর কয়েকের এক শিশু খেলা করছিল। তার পাশে পড়েছিল বেশ কয়েকটি খেলনা। এদিকে ওই বাড়িতেই তখন চুরির মালের তল্লাশি করতে হাজির হয়েছে পুলিশ অফিসাররা। বিভিন্ন দিকে খুঁজলেও কিছুতেই মিলছিল না চুরি যাওয়া মাল। হঠাৎ করেই তদন্তকারী অফিসারের চোখে পড়ে ওই পড়ে থাকা খেলনাগুলির দিকে। ওই খেলনা গুলিতে তল্লাশি করার পর পাশেই পড়ে থাকা একটি টেডি বিয়ার দেখে সন্দেহ বাড়ে পুলিশের। এরপরে ওই টেডি বিয়ার কি তুলতে সেটি প্রচণ্ড ভারী লাগে। তার পেটে হাত দিতেই শক্ত কিছু জিনিস হাতে ঠেকে। তাতে ওই অফিসার নিশ্চিত হয় যে টেডি বিয়ার এর পেটের মধ্যে কিছু ঢোকানো রয়েছে। এরপরেই শুরু হয় টেডি বিয়ারের ‘অপারেশন’।
টেডি বিয়ার টির পেট কাটা হতেই বেরিয়ে আসে সোনার লকেট সহ চুরি যাওয়া মঙ্গলসূত্র ও রুপোর পায়েল। তারাতলা এলাকায় এই ঘটনায় রীতিমতো তাজ্জব হয়ে যান পুলিশ অফিসাররা। পুলিশ সূত্রে জানা যায়, দিন কয়েক আগে কলকাতার পোর্ট ট্রাস্টের কলোনির একটি ঝুপড়ি থেকে একটি ট্রাঙ্ক খোয়া যায়। তার মধ্যে মোবাইল, ১০ টাকার নোটের বান্ডিল, একটি মঙ্গলসূত্র ও রুপোর পায়েল, সোনার লকেট ছিল। সিসিটিভির ফুটেজ অনুযায়ী তদন্ত করে পুলিশ প্রথমে সোনা তুরিয়া ওরফে ল্যাংড়া তুরিয়া নামে এক যুবককে আটক করে। তার বিরুদ্ধে আগেও ছোটখাট চুরির ঘটনার অভিযোগ রয়েছে। এর পরেই চুরির মাল এর খোঁজ করতে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে টেডি বিয়ারের পেট থেকে বেরিয়ে আসে চুরির মাল পত্র।