বছরের শুরুটা খুব ভালোই হয়েছে টিম ইন্ডিয়ার। এমনকি নিউজিল্যান্ড সফরে গিয়ে কিউইয়ের ঘরের মাঠে তাদের টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ করার পথে ভারতীয় দল। আজ ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামতে চলেছে ভারতীয় নাম। অন্যদিকে এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে এক ধাপ নেমে নবম স্থানে রয়েছেন। বিরাটের সংগ্রহ ৯২৮ পয়েন্ট।
দ্বিতীয় স্থানাধিকারী স্টিভ স্মিথের থেকে তিনি ১৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন। স্মিথের সংগ্রহ ৯১১ পয়েন্ট। রাহানে রয়েছেন ৭৫৯ পয়েন্টে। এদিকে ৭৯১ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থান ধরে রেখেছেন আর এক ভারতীয় ব্যাটসম্যান চেতশ্বর পুজারা। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লাবুসানে। অন্যদিকে বোলারদের তালিকায় প্রথম ১০ এর মধ্যে আছেন ভারতের জসপ্রীত বুমরাহ, রবিচন্দন অশ্বিন ও মহম্মদ শামি। ৭৯৪ পয়েন্ট নিয়ে বুমরাহ রয়েছেন ষষ্ঠ স্থানে। ৭৭২ ও ৭৭১ পয়েন্ট নিয়ে অষ্টম ও নবম স্থানে রয়েছেন অশ্বিন ও শামি। তবে ৯০৪ পয়েন্ট নিয়ে বোলারদের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। দ্বিতীয় নিউজিল্যান্ডের নেল ওয়াগনার। তৃতীয় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। এদিকে অলরাউন্ডারের তালিকায় ভারতের রবীন্দ্র জাদেজা তৃতীয় ও রবিচন্দন অশ্বিন আছেন চতুর্থ স্থানে রয়েছেন। প্রথম স্থান দখলে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের বেনস স্টোকস।