দেশ

ট্রাম্পের ভারত সফরের মাঝেই অগ্নিগর্ভ রাজধানী দিল্লি, হেড কনস্টেবলের মৃত্যু

ট্রাম্পের ভারত সফর চলাকালীনই অগ্নিগর্ভ হয়ে উঠল রাজধানী দিল্লি। সিএএ বিরোধী ও সমর্থনকারীদের বিক্ষোভ, সংঘর্ষে উত্তর পূর্ব দিল্লির মৌজপুর, কবীরনগর, ভজনপুরা রণক্ষেত্রের চেহারা নিল। জানা গেছে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে, বিরোধিতাকারীদের সাথে সমর্থনকারীদের মধ্যে সংঘর্ষে পুলিশের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি গোকুলপুর থানার হেড কনস্টেবল বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওই হেড কনস্টেবল এর নাম রতন লাল। এছাড়া এক ডিসিপি পদমর্যাদার অফিসার গুরুতর জখম হয়েছেন। ভজনপুরায় একটি পেট্রল পাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিসকে লক্ষ্য করে জায়গায় জায়গায় ইটবৃষ্টি শুরু হয়েছে। ১০টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিস পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে। জায়গায় পুলিসের বিরাট বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তেজনার আঁচ পরপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। কয়েকটি জায়গায় বোমাবাজিরও খবর মিলেছে। আতঙ্কিত ওই এলাকার মানুষ।

Loading

Leave a Reply