জেলা

ট্রেনে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দূরপাল্লার ট্রেন থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহে। জানা গেছে, বুধবার গভীর রাতে ডাউন ডিব্রুগড় এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে বছর পঞ্চাশের এক মহিলার মৃতদেহটি দেখতে পান অন্যান্য যাত্রীরা। খবর দেওয়া হয় জিআরপি-তে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম কৃষ্ণা দে চৌধুরি। তার বাড়ি কলকাতার লেকটাউনে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে রেল পুলিশ। ট্রেনের কামরায় এভাবে মহিলার মৃতদেহ দেখে কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন।

এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই মহিলা কি একাই ট্রেনে ছিলেন? প্রথম থেকেই অসুস্থই ছিলেন, নাকি আচমকা অসুস্থ হয়ে পড়েন? সেক্ষেত্রে তিনি কি কারও সাহায্য চাননি? খবর পাঠানো হয়েছে বলে রেল পুলিশ সূত্রে খবর। অনেকে মনে করছেন, চলন্ত ট্রেনের মধ্যে খুনও হতে পারেন কৃষ্ণাদেবী। আর সেই অনুমান থেকেই ফের দূরপাল্লার ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে তাঁরা প্রশ্ন তুলছেন।

Loading

Leave a Reply