ডাকাতির উদ্দেশ্যে ফাঁকা জঙ্গলে আস্তানা করে থাকার অভিযোগে পাঁচজন যাযাবরকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মারিয়া প্রধান, সিন্ধু প্রধান, অক্ষয় প্রধান, অর্জুন প্রধান ও বাপন দাস। ধৃতদের বাড়ি ওড়িশার জাজপুর জেলায়। সোমবার সকালে আরামবাগের বৃন্দাবনপুর সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের কথায় অসংগতি মেলায় তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাযাবর সেজে উড়িষ্যার জাজপুর জেলার ১৫ জন মানুষ সরস্বতী পুজোর সময় থেকে এই জায়গায় আস্তানা তৈরি করেছিল। পুরানো বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত তারা। কিন্তু পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এই যাযাবরই নাকি এই এলাকায় থেকে ডাকাতির ছক শুরু করেছিল। তাই, গোপন সূত্রে পুলিশ তদন্ত চালিয়ে তাদের আটক করে ও পরে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ৮টি দামি মোবাইল ফোন, রুপোর গহনা ও বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, যাযাবরদের পরিবারের সদস্যরা বলছেন তারা এলাকায় ব্যাবসা করত। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগেও আরামবাগের বাতানল, গোঘাট সহ বেশ কয়েকটি জায়গায় এই যাযাবরেরদের ঘাঁটিতে হানা দিয়ে পুলিশ বেশ কিছু চুরি যাওয়া জিনিস উদ্ধার করেছিল। ফের এক্ষেত্রে পুলিশের ভূমিকায় খুশি এলাকার মানুষ।
