দীর্ঘদিনের বেতন বৈষম্য নিয়ে যখন রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাওয়ার আশায় বুক বাঁধছিলেন। ঠিক তখনি ঘটলো বকেয়া আর্থিক পাওয়া নিয়ে ছন্দপতন। স্টেট এডমিনিস্ট্রেট ট্রাইবুনাল ( স্যাট) এর ঘোষিত নির্দেশ অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ছিল রাজ্য সরকারের কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশিকা ছিল।এই নির্দেশিকা কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই আপিল মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। পাশাপাশি আজ অর্থাৎ ৩ ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। ওয়াকিবহাল মহল মনে করছে – ‘ সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে যে আইনী জটিলতা তৈরি হলো, তা আগামী কয়েকমাস এমনকি বিধানসভা ভোট পর্ব শেষ হওয়া না অবধি চলবে।কেননা স্যাটে বারবার রাজ্য সরকার মুখ পুড়িয়েও যেভাবে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে। তাতে পরবর্তীতে দেশের সর্বোচ্চ আদালতেও এই আইনী লড়াই জারী থাকবে মামলাকারী এবং রাজ্য সরকারের মধ্যে।
অথচ কলকাতা হাইকোর্ট এই মামলার গুরত্ব অনুভব করে স্যাটের কাছেই পাঠিয়েছিল ‘। গত ২৩ সেপ্টেম্বর স্যাটে ভার্চুয়াল শুনানিতে ডিএ মামলায় রাজ্য সরকার কে ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাটের ডিভিশন বেঞ্চ। ২০০৬ সালের পর থেকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ রয়েছে। যদিও ওইদিন রাজ্য সরকারের পক্ষে করোনা মহামারী পরিস্থিতি সামনে রেখে ডিএ মেটানো নিয়ে সময়সীমা চাওয়া হয়েছিল। তবে স্যাট রাজ্য সরকারের এহেন আবেদনে কর্ণপাত না করে ১৬ ডিসেম্বরের মধ্যেই বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে যেতে গেলে কলকাতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কে আপিল করতে হত। যা রাজ্য সরকার গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করলো। উল্লেখ্য, এই মামলাটি কলকাতা হাইকোর্টের নির্দেশেই স্যাটে শুনানি চলে থাকে। ২০১৯ সালে ২৬ জুলাই স্যাট ছয়মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ আগামী ৬ মাসের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছিল। আপিল করার নিদিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও রাজ্যের তরফে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করা হয়। যার শুনানি হয়েছিল গত ২৩ সেপ্টেম্বর স্যাটে, ভার্চুয়াল শুনানিতে আগেকার রায়টি বহাল রেখেছিল স্যাটের ডিভিশন বেঞ্চ।
রাজ্য সরকারি কর্মীদের দাবি ছিল, ষষ্ঠ বেতন কমিশন চালুর আগে বকেয়া ডিএ মেটাতে হবে। চলতি বছরে ষষ্ঠ বেতন কমিশন রাজ্য সরকার চালু করলেও বকেয়া ডিএ নিয়ে কোন টু শব্দ করেনি রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ১ লা জানুয়ারি ৪% ডিএ বাড়িয়েছে তাদের অধীনে থাকা কর্মীদের। এহেন কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধিতে রাজ্যের কর্মীদের বকেয়া বেতন পাওয়া নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। গত ২৩ সেপ্টেম্বর স্যাটের রায় কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে রাজ্য সরকার। আজ অর্থাৎ ৩ ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।