সরকারী নির্দেশিকাই বিনামূল্যে শুরু হয়েছে রেশন বণ্টন। কিন্তু অনেককে আবার সমস্যাতেও পড়তে হচ্ছে। সরকারের এই বিনামূল্যে রেশনের সুবিধা নিতে হলে, রেশন দোকানে দেখাতে হবে রেশন কার্ড গ্রাহকদের। স্বাভাবিক ভাবে না দেখালে মিলবে না রেশন। আর এতেই সমস্যা তৈরী হচ্ছে অনেকের।
প্রসঙ্গত, অনেকে নতুন ডিজিটাল রেশন কার্ড করতে দিয়ে এখনও তা হাতে পাননি। কেউ আবার ভুল সংশোধন করাতে দিয়েছেন। সেই কারনে এখনও নতুন কার্ড এসে পৌঁছায়নি তাদের কাছে। যার ফলে বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত হচ্ছেন তারা। যার ফলে ক্ষোভ তৈরি হচ্ছে।
এবার এই সমস্যায় স্থায়ী সরলীকরণ করতে গোঘাট ১ ব্লকে , সমস্ত পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক করেন BDO সুরশ্রী পাল। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মানস মজুমদার,পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিডিও সুরশ্রী পাল জানান,যে মানুষদের হাতে ডিজিটাল রেশন কার্ড নেই চিহ্নিতকরণ করে, তাদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ কুপন। যার মাধ্যমে মিলবে সরকারি রেশনের সুবিধা। প্রত্যেক পঞ্চায়েতের মাধ্যমে পৌঁছে যাবে এই কুপন। এই ভাবেই সমস্যার মিটবে বলে মনে করছেন গোঘাট ১ ব্লক প্রশাসন।
অন্যদিকে বিধায়ক মানস মজুমদার বলেন, রাজ্য সরকার করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে। ডিজিটাল রেশন কার্ডের দরুন কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে। তাই রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি ভেবে একটি করে কুপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিজিটাল রেশন কার্ডের পরিবর্তে এই কুপন দেখালেই গ্রাহকরা সামগ্রী পাবেন। শুধুমাত্র গোঘাট নয়, রাজ্যের প্রতিটি জেলাতেই এই ধরনের উদ্যোগ নিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি তার সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রতিটি ব্লকে ব্লকে এই নির্দেশিকা পাঠিয়েছেন বলে খবর।