রাজ্য

তরুণদের রাজনীতির পাঠ দিতে ছাত্র-যুবদের কর্মশালায় হাজির থাকবেন মমতা

দলের ছাত্র যুব দের নিয়ে কর্মশালায় নিজে হাজির থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরুণ নেতা কর্মীদের রাজনীতির পাঠ দিতে চান মমতা। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুদিনের এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। এনআরসির বিরুদ্ধে দেশজুড়ে তরুণ প্রজন্ম বিশেষ করে পড়ুয়ারা কঠোর আন্দোলনে নেমেছেন। প্রতিবাদে সামিল হয়ে রাস্তায় দেখা যাচ্ছে তরুণ প্রজন্মকে। উত্তরপ্রদেশ, কর্নাটকের মতো বিজেপি শাসিত রাজ্যের পুলিশের অত্যাচারের শিকার হচ্ছেন আন্দোলনকারী ছাত্ররা।

বাংলাতেও সক্রিয়ভাবে এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনে অংশ নিচ্ছেন তাঁরা। তাই মমতা চান নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হোক বেশি বেশি করে। তৃণমূল সূত্রের দাবি, বিজেপির ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ের ছাত্র-যুব সামনের সারিতে আনতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। সেই লক্ষ্যেই তিনি এই কর্মশালায় হাজির হয়ে তরুণ প্রজন্মের কর্মীদের দিশা দেখাতে চান। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই দুদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। এই দুই দিনের অধিবেশনে বক্তব্য রাখবেন তাঁরা। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাত্র-যুবকদের নিয়ে কর্মশালা চলবে বলে তৃণমূল সূত্রে জানা গেছে। তবে কোন দিন মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

Loading

Leave a Reply