আস্তে আস্তে বিজেপির বড় মাথাব্যথার কারণ হয়ে উঠছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিধায়ক থেকে এবারের নির্বাচনে প্রথম সাংসদ নির্বাচিত হয়েছেন। সংসদে বাকপটুতায় ঝড় তোলেন তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একটি মামলা দায়ের করে হইচই ফেলে দিয়েছিলেন। সেই মামলাতে তিনি জয়ী হন। শেষ পর্যন্ত সরকারকে তাদের নীতি থেকে পিছু হটতে হয়। এরপর গতকাল সংসদে ঝড় তোলেন তিনি।
দিল্লির শাহীনবাগে গত দেড় মাস ধরে মহিলা ও শিশুরা নাগরিকত্ব নিয়ে অবস্থান করছেন। মহুয়া মৈত্র সংসদে বলেন বিজেপি এমন আচরণ করছেন যে এখানকার মহিলারা সন্ত্রাসবাদি অর্থাৎ দিদিমারা সন্ত্রাসবাদি আর শিশুরা দেশদ্রোহী। উল্লেখ্য এই ঘটনা নিয়ে একের পর এক বিজেপি নেতা মন্ত্রী তোপ দেগে চলেছেন। কেউ বলছেন এদের গুলি করে মারা উচিত। কেউ বলছেন অনশন বিক্ষোভ করছেন অথচ কেউ এখনো মারা যাচ্ছে না কেন।
মহুয়া মৈত্র বলছেন বিজেপি দেশের জনসংখ্যার মাত্র 37 শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। আর এই 37 শতাংশ ভোটারও এখন বিজেপিকে সমর্থন করছেন না। অথচ বিজেপি মনে করছে তারা যেটাই করবে দেশের সমস্ত মানুষকে তা মেনে নিতে হবে। তা না হলে তারা দেশদ্রোহী বলে চিহ্নিত হবে। বিজেপির চক্রান্ত কিছুতেই মানুষ মেনে নেবে না। শুধু এই দুটি ঘটনায় নয় বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক তোপ দাগছেন মহুয়া।সংসদের একটি বড় অংশের সমর্থন পাচ্ছেন তিনি। সবমিলিয়ে সংসদে দাঁড়িয়ে বিজেপিকে বড় বেশি বিরম্বনায় ফেলছেন এই নতুন সাংসদ। অনেকেই মনে করছেন আস্তে আস্তে বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন এই মহিলা সাংসদ। অনেকে আবার তরুণী মমতার ছায়া দেখতে পাচ্ছেন মহুয়া মৈত্রের ভিতরে।
শুরু থেকেই করোনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আসছেন বিজেপির নেতা নেত্রীরা। তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুরে। ফের করোনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার হুগলির ধনেখালির এক জনসভায় যোগ দিয়ে তিনি বললেন, ”করোনা তো চলে গিয়েছে। দিদিমনি লকডাউন করছেন যাতে আমরা কোনও মিটিং, মিছিল না করতে পারি। […]
কলকাতার সল্টলেকে বাড়ির বারান্দা থেকে একটি পথ কুকুরের বাচ্চাকে গাড়ির ধাক্কায় জখম হতে দেখেন দিল্লির বসন্ত কুঞ্জের বাসিন্দা অনন্ত শ্রফ ও তাঁর স্ত্রী তমন্না কানোরিয়া। কয়েকদিন আগে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে তারা কলকাতায় এসেছেন। কিন্তু ওই কুকুরটিকে জখম হতে দেখে স্থির থাকতে পারেননি তাঁরা। তার চিকিৎসার জন্য উদ্যোগ শুরু করেন। কিন্তু অনলাইনে কোথায় […]
নবীন ভোটারদের কাছে টানতে ছাত্র যুব নেতাদের একাধিক নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের ভোটগুরু প্রশান্ত কিশোর। সোমবারই শেষ হয়েছে একদিনের ছাত্র যুব সম্মেলন। মঙ্গলবার জেলা যুব সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন প্রশান্ত কিশোর। ওই বৈঠকে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে যে ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটাররা টিএমসিকে ভোট দেয়নি তাদের কাছে টানতে বিশেষ উদ্যোগী হতে পরামর্শ দেন […]