আস্তে আস্তে বিজেপির বড় মাথাব্যথার কারণ হয়ে উঠছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিধায়ক থেকে এবারের নির্বাচনে প্রথম সাংসদ নির্বাচিত হয়েছেন। সংসদে বাকপটুতায় ঝড় তোলেন তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একটি মামলা দায়ের করে হইচই ফেলে দিয়েছিলেন। সেই মামলাতে তিনি জয়ী হন। শেষ পর্যন্ত সরকারকে তাদের নীতি থেকে পিছু হটতে হয়। এরপর গতকাল সংসদে ঝড় তোলেন তিনি।
দিল্লির শাহীনবাগে গত দেড় মাস ধরে মহিলা ও শিশুরা নাগরিকত্ব নিয়ে অবস্থান করছেন। মহুয়া মৈত্র সংসদে বলেন বিজেপি এমন আচরণ করছেন যে এখানকার মহিলারা সন্ত্রাসবাদি অর্থাৎ দিদিমারা সন্ত্রাসবাদি আর শিশুরা দেশদ্রোহী। উল্লেখ্য এই ঘটনা নিয়ে একের পর এক বিজেপি নেতা মন্ত্রী তোপ দেগে চলেছেন। কেউ বলছেন এদের গুলি করে মারা উচিত। কেউ বলছেন অনশন বিক্ষোভ করছেন অথচ কেউ এখনো মারা যাচ্ছে না কেন।
মহুয়া মৈত্র বলছেন বিজেপি দেশের জনসংখ্যার মাত্র 37 শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। আর এই 37 শতাংশ ভোটারও এখন বিজেপিকে সমর্থন করছেন না। অথচ বিজেপি মনে করছে তারা যেটাই করবে দেশের সমস্ত মানুষকে তা মেনে নিতে হবে। তা না হলে তারা দেশদ্রোহী বলে চিহ্নিত হবে। বিজেপির চক্রান্ত কিছুতেই মানুষ মেনে নেবে না। শুধু এই দুটি ঘটনায় নয় বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক তোপ দাগছেন মহুয়া।সংসদের একটি বড় অংশের সমর্থন পাচ্ছেন তিনি। সবমিলিয়ে সংসদে দাঁড়িয়ে বিজেপিকে বড় বেশি বিরম্বনায় ফেলছেন এই নতুন সাংসদ। অনেকেই মনে করছেন আস্তে আস্তে বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন এই মহিলা সাংসদ। অনেকে আবার তরুণী মমতার ছায়া দেখতে পাচ্ছেন মহুয়া মৈত্রের ভিতরে।
একদিকে করোনা অন্যদিকে আমফান মোকাবিলায় তটস্থ রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই প্রবল বেগে স্থলভাগের ওপর আছড়ে পড়ছে আমফান। আছড়ে পড়ার পর থেকেই তাণ্ডব চালাতে শুরু করেছে উপকূলবর্তী এলাকায়। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা ছাড়াও বিভিন্ন জেলাতে শুরু হয়েছে প্রবল ঝড়, সাথে বৃষ্টিপাত। সমুদ্রে শুরু হয়েছে প্রবল জলোচ্ছাস।কয়েক লক্ষ মানুষকে প্রশাসন নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গেলেও রাস্তায় গাছ ভেঙে পড়া […]
বাংলাতে করোনা খুব বেশি প্রভাব ফেলতে পারবেনা বলে যারা মনে করছিলেন তারা সাতসকালেই হতাশ হতে পারেন।প্রতিদিনই একটি দু’টি তিনটি করে বাড়ছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু গতকাল এক লাফে সংখ্যাটা ১৫ তে গিয়ে দাঁড়ায়। মোট আক্রান্তের সংখ্যা ৩৭। গতকাল রাতেই আক্রান্ত হয়েছেন ১০ জন।মৃত্যু বেড়ে দাঁড়ায় পাঁচে। ফলে ধীরে ধীরে বাংলাতেও করোনার প্রাদুর্ভাব বাড়ছে। বাড়ছে মৃত্যু।মঙ্গলবার সন্ধ্যায় […]
করোনা মোকাবিলায় বাম নেতৃত্বের সাথে বৈঠক শেষ করলেন মমতা ব্যানার্জি। বাম নেতৃত্বদের সাথে দীর্ঘক্ষন বৈঠক করলেন তিনি। জানা গেছে এদিন মোট ১৭ দফা দাবি পূরণের জন্য মমতা ব্যানার্জিকে জানান তারা। পাশাপাশি ভিন রাজ্যে আটকে থাকা রাজ্যের মানুষদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য দাবি করে নেতৃত্ব। একই সাথে করোনা যুদ্ধে মূল সৈনিক চিকিৎসক ও […]