আস্তে আস্তে বিজেপির বড় মাথাব্যথার কারণ হয়ে উঠছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিধায়ক থেকে এবারের নির্বাচনে প্রথম সাংসদ নির্বাচিত হয়েছেন। সংসদে বাকপটুতায় ঝড় তোলেন তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একটি মামলা দায়ের করে হইচই ফেলে দিয়েছিলেন। সেই মামলাতে তিনি জয়ী হন। শেষ পর্যন্ত সরকারকে তাদের নীতি থেকে পিছু হটতে হয়। এরপর গতকাল সংসদে ঝড় তোলেন তিনি।
দিল্লির শাহীনবাগে গত দেড় মাস ধরে মহিলা ও শিশুরা নাগরিকত্ব নিয়ে অবস্থান করছেন। মহুয়া মৈত্র সংসদে বলেন বিজেপি এমন আচরণ করছেন যে এখানকার মহিলারা সন্ত্রাসবাদি অর্থাৎ দিদিমারা সন্ত্রাসবাদি আর শিশুরা দেশদ্রোহী। উল্লেখ্য এই ঘটনা নিয়ে একের পর এক বিজেপি নেতা মন্ত্রী তোপ দেগে চলেছেন। কেউ বলছেন এদের গুলি করে মারা উচিত। কেউ বলছেন অনশন বিক্ষোভ করছেন অথচ কেউ এখনো মারা যাচ্ছে না কেন।
মহুয়া মৈত্র বলছেন বিজেপি দেশের জনসংখ্যার মাত্র 37 শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। আর এই 37 শতাংশ ভোটারও এখন বিজেপিকে সমর্থন করছেন না। অথচ বিজেপি মনে করছে তারা যেটাই করবে দেশের সমস্ত মানুষকে তা মেনে নিতে হবে। তা না হলে তারা দেশদ্রোহী বলে চিহ্নিত হবে। বিজেপির চক্রান্ত কিছুতেই মানুষ মেনে নেবে না। শুধু এই দুটি ঘটনায় নয় বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক তোপ দাগছেন মহুয়া।সংসদের একটি বড় অংশের সমর্থন পাচ্ছেন তিনি। সবমিলিয়ে সংসদে দাঁড়িয়ে বিজেপিকে বড় বেশি বিরম্বনায় ফেলছেন এই নতুন সাংসদ। অনেকেই মনে করছেন আস্তে আস্তে বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন এই মহিলা সাংসদ। অনেকে আবার তরুণী মমতার ছায়া দেখতে পাচ্ছেন মহুয়া মৈত্রের ভিতরে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হস্টেলের বিভিন্ন ইস্যুতে অবস্থান বিক্ষোভ চলবে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে রাজারহাট ক্যাম্পাসে বৈঠক হয় উপাচার্য অনুরাধা লোহিয়ার। এরপর উপাচার্য জানান, আলোচনা সদর্থক। যদিও পড়ুয়াদের দাবি, পুরোপুরি সমাধান সূত্র বেরোয়নি। তাই অবস্থান দীর্ঘদিন চলবে। জানা গেছে,গত মাসে টানা ঘেরাও থাকার পর থেকে আর কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আসছেন না উপাচার্য। রাজারহাট ক্যাম্পাস থেকেই প্রশাসনিক […]
প্রজাতন্ত্র দিবসের সকালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দিল্লির রাজপথে যে কুচকাওয়াজের আয়োজন করা হয় তার দিকে নজর থাকে সমস্ত ভারতবাসীর পাশাপাশি সারা বিশ্বের। এবার এই কুচকাওয়াজে বিভিন্ন রাজ্যের ট্যাবলো থাকলেও বাংলার কোন ট্যাবলো স্থান পায়নি।এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চরম রাজনৈতিক চাপানউতোর। বাংলার কোন প্রদর্শনী না থাকলেও বাংলার জন্য চমক ছিল এই অনুষ্ঠানে। গুজরাতের ট্যাবলো প্রদর্শনী […]
আগামী মে মাসে ‘দিদির বিসর্জন’ মঙ্গলবার জয়পুরের ময়নাপুরে দলীয় এক সভায় এই দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তাঁর বক্তব্যে আগাগোড়া রাজ্যের শাসক দল ও তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর নাম করে তুলোধনা করেন। ছাড় দেননি পুলিশকেও। দিলীপ ঘোষের দাবি, থানার একাংশের ওসিরা তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা সভাপতির মতো আচরণ করছেন। […]