ট্রাকের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষে তামিলনাড়ুতে মৃত্যু হল ২০ জনের। কাকভোরে এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল অবিনাশী শহরের কোয়েম্বাটুর সালেম হাইওয়ে। মৃতরা সকলেই ওই বাসের যাত্রী। এমনকী কেরল থেকে আসা ওই বাসের চালক ও কন্ডাক্টরও এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। একবার এক যাত্রীকে কার্যত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে কেরল বাসীর হৃদয় জয় করে নিয়েছিলেন এই কন্টাক্টর ও চালক। তাঁদের মানসিকতাকে কুর্নিশ জানিয়েছিল কেরল রাজ্য পরিবহণ সংস্থা। ওই দুজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেএসআরটিসি থেকে যাত্রীরা।
দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। জানা গেছে কোয়েম্বাটুর থেকে ৪০ কিলোমিটার দূরে তামিলনাড়ুর তিরুপুর জেলার অবিনাশী শহরে এই দুর্ঘটনা ঘটে। ওই নাইট সার্ভিস বেঙ্গালুরু থেকে তিরুবন্তপুরম এর্নাকুলামে যাচ্ছিল ৪০ জন যাত্রী ছিলেন। ভোর ৩টে ১৫ মিনিট নাগাদ কোয়েম্বাটুর সালেম হাইওয়েতে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের চাকা ফেটে যায়। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে। বাসের ডান দিকের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। বাইরে বেরোনোর কোনও সুযোগ পাননি ডান দিকে বসে থাকা যাত্রীরা। এক যাত্রী বলেন, ঘুমিয়ে পড়েছিলাম। বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। তখন দেখতে পাই, আমাদের বাসের ডানদিকে বসা যাত্রীরা প্রায় পিষে গিয়েছেন। চেষ্টা করেও বের হতে পারছেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২০। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছেন অনেকেই।