দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৫ হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমিত এলাকাগুলিতে কঠোরভাবে লকডাউন মেনে চলার নির্দেশ দেওয়া হলেও থোড়াই কেয়ার করছেন সাধারণ মানুষ। যদিও এই অসচেতনতার মাশুল দিতে হচ্ছে অনেকেই। সামাজিক দূরত্ব না মেনে মেলামেশা করার কারণে করো নাই আক্রান্ত হয়ে পড়ছেন দেশের বিভিন্ন প্রান্তে। তেমনই এক ঘটনা দেখা গেল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়।
তাসের আসর থেকে করণায় আক্রান্ত হলেন ২৫ জন গ্রামবাসী। জানা গেছে লকডাউন গৃহবন্দী থেকে হাঁপিয়ে উঠছেন গ্রামের মানুষ। সেই কারণেই জমিয়ে তাসের আসর বসিয়েছিলেন বিজয়ওয়াড়া বাসিন্দা এক ট্রাকচালক। যদিও সেখানে সামাজিক দূরত্ব মেনে চলার কোন বালাই ছিল না। তাসের আসরে যোগ দিয়েছিলেন অনেকেই। প্রত্যেকেই ঘেঁষাঘেঁষি করে বসে জমিয়ে তাস খেলেছেন। যদিও ওই ট্রাকচালকের শরীর থেকেই গ্রামে আরও ২৪ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে। একইভাবে সামাজিক দূরত্ব না মানার কারণেই বিজয়ওয়ারাতেই আরও ১৫ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে। এনিয়ে ওই এলাকায় মোট দুদিনে ৪০ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে। এরপর পুরো এলাকা সিল করে দেওয়া হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।