জেলা

তিন দিন ধরে টানা বৃষ্টির সম্ভাবনা, ফের বন্যার ভ্রুকুটি খানাকুলে।

তিন দিন ধরে তুমুল বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত চলতে পারে । উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ২১-২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এমনই পূর্বাভাস দিয়েছে আইএমডি। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলাশাসককে সতর্ক করেছে নবান্ন।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার ফলেই আগামী ৪৮-৭২ ঘণ্টা দুর্যোগ চলবে সারা বাংলায়।

নবান্নের তরফে সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃষ্টি এতটাই প্রবল হতে পারে যে নদীগুলির জলস্তর বেড়ে যেতে পারে। বাংলার পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের মত বেশ কিছু জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। হুগলির খানাকুল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা, হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরের মতো এলাকা এমনিতেই বন্যা প্রবণ। ফলে এই নিম্নচাপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের মধ্যেও।

Loading

Leave a Reply