জেলা

তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যোগ দিলেন হেভিওয়েট সিপিআইএম নেতা।

তৃণমূলের ‘‌দিদিকে বলো’‌ কর্মসূচি‌তে যোগ দিলেন সিপিএম নেতা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের, পুঞ্চা গ্রাম পঞ্চায়েতের টাটাড়ি গ্রামে। ঘটনায় স্তম্ভিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। সোমবার ও মঙ্গলবার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নবেন্দু মাহালীর নেতৃত্বে পুঞ্চার টাটাড়ি গ্রামে ‘‌দিদিকে বলো’‌ কর্মসূচি নেওয়া হয়। হঠাৎ সেই কর্মসূচিতে হাজির হন সিপিএমের জেলা কমিটি সদস্য বিপদতারণ শেখর। তৃণমূলের কর্মসূচিতে সিপিএম নেতা হাজির হওয়ায় চমকে যান সকলে। কারণ তৃণমূলের কর্মসূচিতে সিপিএম নেতার উপস্থিতি এই প্রথম।

ওই সিপিএম নেতার দাবি, তিনি এই কর্মসূচিতে একজন দলের নেতা হিসেবে নয়, একজন স্থানীয় ভোটার হিসেবে এসেছি। তার হতাশা, ‘‌দিদিকে বলো’‌ তে ফোন করেছিলাম। সুরাহা হয়নি। তাই কর্মসূচিতে এসে নিজের সমস্যা জানালাম। বাম আমল থেকে পেনশন ভাতা একই রয়েছে। তাই এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে জানালাম। গ্রামের সমস্যাও তুলে ধরতে এই কর্মসূচিতে অংশ নিয়েছি।’‌

Loading

Leave a Reply