মোহনবাগানের আই লিগ জয়কে নিয়ে বিভিন্ন ছবি ভাইরাল হওয়ায় বিতর্কে বিজেপি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিকে অস্ত্র করে আসরে নেমেছে বিরোধীরা। আর ভাইরাল ছবি প্রসঙ্গে এবার মুখ খুলল পদ্ম শিবির।
দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে, তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপির সঙ্গে যুক্ত এমন কেউ ওই ছবিগুলি পোস্ট করেনি।
দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ওটা প্রশান্ত কিশোরের ষড়যন্ত্র। পরিকল্পিতভাবে বিজেপির বদনাম করার চেষ্টা করছেন তৃণমূলের রাজনৈতিক কূশলী। উল্লেখ্য কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে ইস্টবেঙ্গল সমর্থকদের তীব্র কটাক্ষ করা হয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকদের ‘উদ্বাস্তু’ এবং ‘বিদেশি’ বলে কটাক্ষ করা হয়েছে। ছবিটিতে লেখা, “কাঁটাতার পেরিয়ে আসা উদ্বাস্তু বাঙালদের মুখে ঝামা ঘষে ২০১৯-২০ আই লিগ জয়ের জন্য মোহনবাগান ক্লাবকে জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। আমরা গর্বিত আমরা ভারতীয়।” ছবিটিতে দাবি করা হয়েছে, এটা বিজেপির ডোমজুড় মণ্ডলের তরফে প্রচারিত। আরও একটি একইরকম ছবি বিজেপি বারাসত মণ্ডলের নামে পোস্ট করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই শেয়ার করার সময় বিজেপির বঙ্গ ব্রিগেডকে তীব্র কটাক্ষ করছেন নেটিজেনরা।সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির আবহে এই ছবি রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি।