অরূপ ঘোষ, ঝাড়্গ্রাম তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক ভেঙ্গে যাবে। বাংলাদেশ থেকে যে দেড় কোটি মুসলমান অনুপ্রবেশকারী এসেছে তাদের বিতাড়ন করা হবে। রবিবার ঝাড়গ্রামে ” চায় পে চর্চা ” করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি সাংবাদিকদের বলেন, ঝাড়গ্রামে এসেছি “চায় পে চর্চা” করতে। নয়াগ্রামে জনসভাও রয়েছে।
আমরা মূলত সিএএ নিয়ে মানুষের কাছে যাব। তাদের বোঝাবো নাগরিকত্ব সংশোধনী বিল যে সমস্ত হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কোনরকম ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হবে না। কোন পরিচয় পত্র দেখাতে হবে না। শুধুমাত্র সেল্ফ ডিক্লারেশন দিতে হবে। যারা বিরোধিতা করছে তারা ভয় পেয়ে গেছে। তারা হিন্দু নাগরিকদের যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছে তাদের নাগরিকত্ব দিতে চায় না। সন্তান বাবু বলেন , তৃণমূল ভয় পেয়ে গেছে। বুঝে গেছে তারা যে তাদের ভোটব্যাঙ্ক আর থাকবে না। দেড় কোটি মুসলমান অনুপ্রবেশকারীদের বিতাড়ন করা হবে। পাশাপাশি তিনি এদিন আশা প্রকাশ করেন আসন্ন ঝাড়গ্রাম পৌর নির্বাচনে বিজেপি জয়লাভ করবে। কেননা তৃণমূলের সীমাহীন দুর্নীতির মানুষ মেনে নেবে না।