জেলা

তোলাবাজির অভিযোগের ঘটনায় ধুন্ধুমার বীরভূম, আক্রান্ত সরকারি আধিকারিক।

গেটপাসের নামে তোলাবাজির অভিযোগের ঘটনায় ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল বীরভূমের মুরারই এলাকায়। সূত্রের খবর, রাজগ্রামে অভিযানে গিয়ে আক্রান্ত হন এক সরকারি কর্মীরা, তাঁর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। ট্রাক মালিক ও চালকদের একাংশের অভিযোগ, রীতিমতো স্লিপ ছাপিয়ে ছয় চাকা লরিতে ৪০০ ও ১২ চাকার লরিতে ৬০০ টাকা চাওয়া হচ্ছে। 

প্রতিবাদে বৃহস্পতিবার রাজগ্রামের মোহনপুরের রাস্তা আটকে বিক্ষোভ-দেখান গাড়ির চালক ও মালিকরা। এরপরেই ওই এলাকায় অভিযানে আসেন ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং মোটর ভেহিকেলস অফিসাররা। সঙ্গে যায় মুরারই থানার পুলিস। তাঁরা গিয়ে তিনটে পাথর বোঝাই গাড়ি ধরতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সরকারি কর্মীদের উপর চড়াও হন ট্রাক মালিক ও চালকরা। মুখে আঘাত লাগে মুরারই দুই ব্লকের BLRO সৌমিত্র পালের। ঘটনার জেরে উত্তেজনা রয়েছে এলাকায়।

Loading

Leave a Reply