জেলা

ত্রাণ বিলি নিয়ে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, মাথা ফাটাল ওসির

ত্রাণের দাবিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভা এলাকায়।ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। দু’পক্ষের মধ্যে শুরু হয় মারধর ঘটনায় ওসি সহ বেশ কয়েকজন পুলিশ জখম। ইটের আঘাতে মাথা ফেটে গেছে ওসির। তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।


স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতির জন্য সাধারণ মানুষ গৃহবন্দি হয়েছেন। কিন্তু কোনভাবেই তাদের ত্রান দেওয়া হয়নি। এদিন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে শুরু হয় দু’পক্ষের মধ্যে হাতাহাতি। হঠাৎ ইটবৃষ্টি শুরু হয়। দু’পক্ষের মধ্যে খন্ডযুদ্ধের ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ নেমে পরিস্থিতি স্বাভাবিক করে।


Loading

Leave a Reply