বাড়ি থেকে কেন অন্য জায়গার লোকেদের ত্রাণ দেওয়া হচ্ছিল। সেই অভিযোগ তুলে বিজেপি কর্মী ও তার ভাইকে মারধরের অভিযোগ তৃনমুল কর্মীদের বিরুদ্ধে। । ঘটনা সিঙ্গুর থানার বলরামবাটি গ্ৰাম পঞ্চায়েতের মিল্কি গ্ৰামের। ঘটনায় সিঙ্গুর থানায় অভিযোগ জানিয়েছে আক্রান্ত বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মী ওয়াজিদুর রহমান মন্ডলের অভিযোগ , লকডাউনের পর থেকেই কিছু দুঃস্থ ,মানুষকে ত্রাণ বিলি করছিলাম। সেই মতো কয়েকজন লোক ত্রাণ নিতে বাড়িতে উপস্থিত হয়। বাইরের লোক কেন এলাকায় এসেছে তা নিয়ে ঝামেলা শুরু করে এলাকার কিছু তৃনমূল কর্মী। বচসায় জড়িয়ে পড়ে ওয়াজিদুর রহমান মন্ডলের ভাই মনিরুল রহমান মন্ডল। তারপরই তাকে মারধর করে তৃনমুল কর্মীরা। ভাইকে বাঁচাতে এসে আক্রান্ত হন বিজেপি কর্মী ওয়াজিদুর রহমান মন্ডল। বিজেপি কর্মীর ভাই মনিরুলের হাতে ,পায়ে ব্যাপক আঘাত লাগে ।পরে সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান বিজেপি কর্মী ও তার ভাই। পরে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী।
অন্যদিকে তৃনমূল নেতৃত্ব বিজেপির অভিযোগ অস্বীকার করেছে। সিঙ্গুর ব্লক তৃনমুল কংগ্ৰেসের সভাপতি মহাদেব দাস জানান, মিল্কি গ্ৰামে লকডাউন ভেঙে কিছু লোকের এলাকায় জমায়েত হয়েছিল। এলাকার কিছু সমাজ সচেতন মানুষ তার প্রতিবাদ করে। তা নিয়ে দু তরফে কিছুটা বচসা হয়েছে। সেটা নিয়ে বিজেপি সস্তার রাজনীতি করছে। এটা ত্রাণের কোনও ব্যাপার নয় । একপক্ষ লকডাউন ভাঙচ্ছে। আর এক পক্ষ লকডাউন বজায় রাখার চেষ্টা করেছে।