জেলা

ত্রিকোণ প্রেমের জের, চুঁচুড়ায় মহিলা খুন।

ত্রিকোণ প্রেমের জেরে চুঁচুড়ায় খুন হলেন এক মহিলা। চুঁচুড়া ডিএম অফিসের সামনে মাঠের ধারে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। তাঁকে খুন করে তাঁর প্রেমিক চুঁচুড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। মৃত মহিলার নাম ছবি দে(৪৪)। বাড়ি চুঁচুড়া সত্যপীরতলায়। জানা গেছে, ওই মহিলা স্বামী দীপঙ্কর দের সাথে জুতো কিনতে বের হয়েছিল। পথে মাঠের ধারে ছবির পূর্ব পরিচিত তারক মণ্ডল তাঁর গলায় আচমকা ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে।

ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ছবিদেবী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই তারক চুঁচুড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ত্রিকোণ প্রেমের জেরে এই খুন বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। এই খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Loading

Leave a Reply