প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা হুগলির গোন্দললপাড়া জুটমিল খুলল রবিবার। স্বাভাবিকভাবে বহু বছর পর জুট মিল খোলায় মুখে চওড়া হাসি শ্রমিকদের।
জানা গেছে, কয়েকদিন আগেই রাজ্য শ্রম মন্ত্রীর দপ্তরে গোন্দলপাড়া জুটমিল খোলা নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকে ঠিক হয় ১লা নভেম্বর থেকে জুটমিল খুলবে।
পূর্বঘোষণা মতো রবিবার থেকে শুরু হল জুট মিলে উৎপাদনের কাজ। শ্রমিকরা জানান, শনিবার মিল কর্তৃপক্ষ এসে তাদের সাথে কথা বলে মিল চালু করার কথা জানিয়েছিলেন। পাশাপাশি জুট পুজোও করা হয়। তাদের আশ্বাস দেওয়া হয়েছে আর কোনদিনও এই জুটমিল বন্ধ হবে না বলে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ মে বন্ধ হয়ে যায় গোন্দলপাড়ার এই জুটমিল। কর্মহীন হয়ে পড়েন বহু শ্রমিক। এরপর জল গড়িয়েছে অনেকটাই। বহু শ্রমিক মারাও গেছেন। স্বাভাবিকভাবেই এই ইস্যু বর্তমানে রাজ্য রাজনীতির বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে শ্রম মন্ত্রকের হস্তক্ষেপে এদিন নতুন করে জুটমিল খোলায় স্বস্তিতে কর্মীরা।