রাজ্য

ত্রিপুরার ধাঁচে পড়ুয়াদের জন্য ‘বছর বাঁচাও’ চালু হচ্ছে এরাজ্যেও

এবার ত্রিপুরা সরকারের বছর বাঁচাও পরিকল্পনাকে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্বীকৃতি দিতে চলেছে সরকার। জানা গেছে, পরের বর্ষ থেকেই শুরু হতে চলেছে এই পরিকল্পনা। যেখানে উচ্চমাধ্যমিকে দুটি বিষয়ে উত্তীর্ণ না হতে পারলেও কলেজে ভর্তির সুযোগ থাকবে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন অসুবিধার কারণে দুটি বিষয়ে কম নম্বর আসার জন্য সেই ছাত্র বা ছাত্রীটিকে পুরো এক বছর বসে থাকতে হয়। সে কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা জানিয়েছেন, দুটি বিষয়ে উত্তীর্ণ না হতে পারলেও কলেজে ভর্তির সুযোগ থাকবে।

সেক্ষেত্রে ফাইনাল পরীক্ষায় ১৫০ নম্বর পেতে হবে। এছাড়া পরীক্ষার ফল প্রকাশের ৭৫ দিনের মধ্যে আবার অনুত্তীর্ণ বিষয় দুটিতে পরীক্ষায় বসতে হবে ছাত্র-ছাত্রীদের। ত্রিপুরা সরকার এই নিয়ম চালু করেছিল কিছুদিন অাগেই। এবার সেই পথেই হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। জানা গেছে, সামনের বছর থেকেই এই রীতি মেনে চলা হবে।

Loading

Leave a Reply