রাজ্যে করোনা ভাইরাসের শিকার হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৩। আক্রান্তের সংখ্যা ৩৩৩২। শুক্রবার সন্ধেবেলা বুলেটিন প্রকাশ করে করোনা সংক্রান্ত পরিসংখ্যান জানাল রাজ্য স্বাস্থ্যদপ্তর। কোভিডে ৭২ জনের মৃত্যু হয়েছে বলে বুলেটিনে জানানো হয়েছে।
রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে বেড়েই চলেছে। পরিযায়ী শ্রমিক আসায় উদ্বেগ বাড়ছে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটের মাঝেও করোনা পরিস্থিতিতেও অবশ্য রাজ্য সরকারও যথেষ্ট তৎপরতার সাথেই কাজ করছে। প্রতিদিনই স্বাস্থ্যদপ্তরের তরফে বুলেটিন প্রকাশ করে নতুন তথ্য প্রকাশ করা হচ্ছে। শুক্রবারও প্রকাশিত হল বুলেটিন। আমফানের কারণেই ২১ তারিখ সরকারিভাবে তথ্য দেওয়া সম্ভব হয়নি।
শুক্রবার ২১ ও ২২ তারিখে একসঙ্গে তথ্য প্রকাশ করা হল। ২ দিনে নতুন করে ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জাননো হয়েছে। সবমিলিয়ে এই মুহূর্তে রাজ্যে করনো পজিটিভ ৩৩৩২জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৩। সুস্থতার হার একই রয়েছে প্রায়। এই মুহূর্তে রাজ্যের ৩৬.৬৪ শতাংশ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শুক্রবার সন্ধ্যায় বুলেটিন প্রকাশ করে করোনা সংক্রান্ত পরিসংখ্যান জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর।