রাজ্য

থাইল্যান্ড থেকে বেড়াতে এসে কলকাতায় মৃত্যু তরুণীর,আতঙ্ক।

থাইল্যান্ড থেকে পশ্চিমবঙ্গে বেড়াতে এসে করোনা ভাইরাসে মৃত্যু হল ১ তরুণীর। সোমবার দুপুরে কোলকাতা রুবি হাসপাতাল ভেন্টিলেশনে থাকাকালীন মারা যায় ওই তরুণী। তার শরীরে এই ভাইরাস রয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর।

জানা গেছে নভেম্বর মাসে থাইল্যান্ড থেকে নেপালে বেড়াতে এসেছিলেন ওই তরুণী। এরপর ১৮ জানুয়ারি কলকাতায় আসে। তারপরই শ্বাসকষ্ট নিয়ে তার শরীর অসুস্থ হয়। চলতি মাসের ২১ তারিখ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমশ অবস্থা আশঙ্কাজনক হচ্ছিল তার। স্বাভাবিকভাবে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সোমবার দুপুরে কোরনা ভাইরাস সংক্রমণে তিনি মারা গিয়েছেন বলে খবর। ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। মৃতার অবশ্য সঠিক পরিচয় জানা যায়নি। সারাদেশ এই ভাইরাস ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে এক চীনা তরুণীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয় তার চিকিৎসা চলছে। তবে বেলা বাড়ার সুস্থ করেছেন। চিকিৎসকরা তবে করোনা আতঙ্ক ক্রমশ গ্রাস করছে এ রাজ্যকেও। মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছে প্রশাসন ও চিকিৎসকরা।

Loading

Leave a Reply