আমফানে আক্রান্ত দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বাসন্তী যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে বারুইপুর যাওয়ার মুখে গড়িয়া ঢালাই ব্রিজ এলাকার কাছে তাঁর কনভয় আটকে দেয় পুলিশ।
লকডাউন চলাকালীন এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত অনুমতি প্রয়োজন, এই কারণেই গাড়ি আটকানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। এদিকে রাজ্য সভাপতির গাড়ি আটকানোর খবরে ঘটনাস্থলে ভিড় বাড়তে থাকে বিজেপি কর্মী সমর্থকদের। যদিও এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।