জেলা

দত্তপুকুর আদর্শ সঙ্ঘের পরিচালনায় দিবারাত্রি ১৬ দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো

দত্তপুকুর আদর্শ সঙ্ঘের পরিচালনায় দিবারাত্রি ১৬ দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সঙ্ঘের নিজেদের মাঠে । ফাইনালে মন্দিরতলা জুনিয়র ( ২-০) গোলে এম,এস,ই – কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । ৮ হাজার দর্শক উপভোগ করেন এই বহু চর্চিত প্রাচীন এই খেলা । ক্লাবের তরফ থেকে মহিলা ও বয়স্ক লোকেদের আলাদা খেলা দেখার ব্যবস্থা করা হয় ।

বিজয়ী দল পায় সুদৃশ্য ট্রফি ও নগদ ৮০ হাজার টাকা । বিজিত দল পায় সুদৃশ্য ট্রফি ও নগদ ৬০হাজার টাকা । ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবল খেলোয়াড় অশোক ব্রম্ভ (Ashok Brahma ) এবং বিধায়ক রফিকুল ইসলাম ।

Loading

Leave a Reply