বেলুড়ের আশুতোষ মুখোপাধ্যায় লেনে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কী কারণে হঠাৎ দু’জনে একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিলেন তা
নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত নরোত্তম কুমার সিং ও তাঁর স্ত্রী সন্ধ্যা কুমারী সিংয়ের বাড়ি উত্তরপ্রদেশে ৷ বেলুড়ে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তাঁরা ৷ মঙ্গলবার সকালে বাড়ির মালিকের কাছে একটি ফোন আসে নরোত্তমের বাবার ৷ তিনি জানান, তাঁর ছেলে ও বৌমা আত্মহত্যা করতে চলেছেন ৷ এমনকি এও বলা হয়, ছেলে তাঁকে জানিয়েছেন তাঁর স্ত্রী’র নাকি আত্মহত্যা করা হয়ে গিয়েছে ৷
সঙ্গে সঙ্গে বাড়ির মালিক পৌঁছে যান ঘটনাস্থলে ৷ দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছেন নরোত্তম সিং ৷ মেঝেই পড়ে রয়েছে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সন্ধ্যার দেহ ৷ তবে কেন, কী কারণে তাঁরা একসঙ্গে এই সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি ৷ এখনও পর্যন্ত কোনও স্যুইসাইড নোটও উদ্ধার হয়নি ৷ দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে বেলুড় থানার পুলিশ ৷ অনেকে বলছেন পারিবারিক বিবাদ থেকেই এই ঘটনা ঘটতে পারে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।