দেশ

দরিদ্র সংখ্যালঘু মহিলাদের পাকিস্তানে পাঠানোর নিদান বিজেপি বিধায়কের

সংখ্যালঘু দরিদ্র মহিলাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার নিদান দিলেন এক বিজেপি বিধায়ক। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালে কংগ্রেস আমলে সংখ্যালঘু দরিদ্র মহিলাদের বিবাহের জন্য তৈরি করা হয়েছিল ‘শাদি ভাগ্য‌’‌ প্রকল্প। দারিদ্রসীমার নীচে থাকা সংখ্যালঘু মহিলাদের বিবাহের জন্য এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার নিয়ম করা হয়েছিল। সম্প্রতি কর্নাটকের বিজেপি সরকার এই প্রকল্প তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তটিকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে বিজেপি বিধায়ক বাসনগৌডা পাটিল ইয়াটনাল জানালেন, ‌‘‌যাঁরা এই প্রকল্প চান, তাঁরা পাকিস্তান চলে যান।’

যেই বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে ও ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলে মনে করে না, সেই সরকারেরই এক নেতা হয়ে ইয়াটনাল এদিন আচমকাই বললেন, ‘‌ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তাহলে সংখ্যালঘু ধর্মের মানুষদের তোষণ করা হবে কেন?‌ ধর্মনিরপেক্ষ হওয়া মানে কি সংখ্যাগুরুদের ভাগ্যে কিছুই থাকবে না?‌ সব সংখ্যালঘুদের জন্য?‌ পাকিস্তান এঁদের জন্য সুবিধা দিচ্ছেন। তাহলে সেখানেই চলে যান তাঁরা।’‌ তাঁর এই মন্তব্যের পর রাজ্য বিধানসভায় প্রতিবাদের ঝড় উঠে গিয়েছিল। কিন্তু তাও তাঁকে বিতর্কিত মন্তব্য করার থেকে দমানো যায়নি।  

Loading

Leave a Reply