খেলা

দর্শকশূন্য মাঠেই আইএসএলের ফাইনাল, পিছতে পারে ডার্বি ম্যাচ

করোনার জেরে সারা বিশ্বের বিভিন্ন জায়গার পাশাপাশি ভারতের সমস্ত ক্রীড়াঙ্গনে কার্যত শাটার পড়তে চলেছে। এর প্রভাব পড়তে চলেছে দেশের সমস্ত বড় ক্রীড়া ইভেন্টগুলিতে। ইতিমধ্যেই দর্শকশূন্য মাঠে সমস্ত ম্যাচ আয়োজনের নির্দেশ দিয়েছে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। এদিকে সমস্ত বিধি নিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। এর ফলে শনিবার গোয়ায় অ্যাটলেটিকে দ্য মাদ্রিদ কলকাতা ও চেন্নাইয়ান এফসির মধ্যে আইএসএলের ফাইনাল ম্যাচ দর্শকশূন্য মাঠে করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন( আইএফএফ)।

এর ফলে জমজমাট আইএসএলের ফাইনালের উন্মাদনায় ভাটা পড়েছে। এমনকী দর্শকশূন্য গ্যালারিতে মাঠে খেলার জেরে আর্থিক ক্ষতিও হবে। অন্যদিকে, যুবভারতীতে রবিবার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ডার্বি ম্যাচ নিয়েও অনিশ্চয়তা কালে মেঘ দেখা যাচ্ছে। ডার্বি রবিবার হলে দর্শকশূন্য মাঠেই করতে হবে। কিন্তু এক্ষেত্রে আপত্তি জানিয়েছে আয়োজক ইস্টবেঙ্গল। তারা ডার্বি ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য আইএফের কাছে আবেদন জানিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তাই ডার্বি ম্যাচ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

Loading

Leave a Reply