দেশ

দলের নেতা পবনের বিরদ্ধে ক্ষোভ উগরে দিলেন নীতিশ

প্রসঙ্গত, সকলকে অবাক করে দিয়ে নীতিশ কুমারকে লেখা খোলা চিঠি টুইটারে পোস্ট করেন জেডিইউ-এর সাধারণ সম্পাদক পবন। তাতে বিজেপিকে নিয়ে নিজের সঙ্গে নীতিশের ব্যক্তিগত কথোপকথন উল্লেখ করেছিলেন তিনি। বিজেপির ক্ষতিকারক নীতি যে দেশের ক্ষতি করবে, নীতিশ এমনটাই তাকে বলেছিলেন বলে দাবি করেন পবন। পাশাপাশি তিনি লিখেছেন, আপনি মহাগঠবন্ধন এর অগ্রভাগে ছিলেন। সেসময় প্রকাশ্যেই আরএসএস মুক্ত ভারতের আহ্বান জানিয়েছিলেন। সেই সঙ্গে তাঁর দাবি, আমার মনে আছে একান্ত আলাপচারিতায় আপনি স্বীকার করেছিলেন বিজেপির বর্তমান নেতৃত্ব কীভাবে আপনাকে অপমান করেছিল। এটাই যদি আপনার আসল মত হয় তবে জেডিইউ কী করে বিহারের বাইরে বিজেপির সঙ্গে জোট করছে। যখন তাদের দীর্ঘদিনের সঙ্গী আকালি দল তাদের প্রত্যাখ্যান করেছে।

এদিকে এই চিঠি প্রকাশ্যে আসার পরই স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়ে ডেডইউ। এরপরই বিরক্ত হয়ে নীতিশ বলেন, আমাদের প্রতি ওঁর শ্রদ্ধা না থাকলেও আমি তাকে সম্মান করি। তিনি যেখানে খুশি যেতে পারেন। তবে সংযুক্ত জনতা দলকে তার বোঝা উচিত। তার প্রতিক্রিয়ায় এদিন নাম না করে নীতিশের মন্তব্য, কয়েকজনের বিবৃতিতে দলের বিচার করবেন না। সংযুক্ত জনতা দল জনপ্রিয়তার সঙ্গে কাজ করে। আমাদের প্রতিটি বিষয়ে স্বচ্ছতা রয়েছে।

Loading

Leave a Reply