বোলপুরের সোনাঝুরি জঙ্গলে নিয়ম বহির্ভুত ভাবে গাছ কেটে নেওয়া ও সোনাঝুড়ির জঙ্গলে ব্যবসায়ীদের উপর জুলুমবাজি, আদিবাসীদের টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় এক তৃণমূল নেতাকে বহিষ্কার করলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই সোনাঝুরি জঙ্গল থেকে বেআইনি ভাবে গাছ কেটে নেওয়ার জেরে সৌন্দর্য্য হারাচ্ছিল খোয়াই লাগোয়া সোনাঝুড়ির জঙ্গল। আর এর জেরে বোলপুরের রূপপুর অঞ্চল কমিটির পদ থেকে কাজি নুরুল হুদাকে সরিয়ে দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সাংবাদিক বৈঠক করে ওই নেতার রূপপুর পঞ্চায়েত এলাকায় ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেন অনুব্রত ।
অনুব্রত জানান, সোনাঝুরি জঙ্গলে ক্যানেল সংস্কারের নামে ৭০ টির বেশি গাছ বেআইনি ভাবে কেটে ফেলা হয়েছিল। সোনাঝুরিতে গাছ কাটা নিয়ে নিন্দায় সরব হয়েছিলেন পরিবেশপ্রেমী থেকে স্থানীয় বাসিন্দারা। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল বীরভূম জেলা তৃণমুলের দফতরে। তৃণমূলের দফতর থেকে প্রতিনিধি দল ঘটনাস্থলে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেয় দলীয় দপ্তরে, তারপরই এই সিদ্ধান্ত।