অরূপ ঘোষ, ঝাড়গ্রাম মাস্ক ছাড়া পথে নয়, করোনা সংক্রমন রুখতে দহিজুড়ি সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০০০ মাস্ক ও সাবান বিতরণ।ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনা ভাইরাস। চীন থেকে এই মারাত্মক ভাইরাস ইতিমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। যার জেরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বিশ্ববাসী। করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ঠিক সেই মত করোনা ভাইরাস রুখতে শনিবার দহিজুড়ি সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশনের উদ্যোগে বিনপুর ১ নং ব্লকের দহিজুড়ি গ্রামে প্রায় ২০০০ মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এদিন আট থেকে আশি সবার হাতে মাস্ক, সাবান তুলে দেয় দহিজুড়ি সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশনের সদস্যরা। দহিজুড়ি সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশনের সদস্য শীতল চন্দ্র দাস জানান, গ্রামবাসীদের করোনা ভাইরাসের সচেতনতা বাড়াতে আমাদের এই উদ্যোগ।
পাশাপাশি, সকলেই যাতে মাস্ক ব্যবহার করেন তার পরামর্শ দিয়েছেন তাঁরা। এদিন উদ্যোক্তারা দহিজুড়ি গ্রামে প্রায় ২০০০ মাস্ক ও সাবান বিতরণ করেছেন।মাস্ক ও সাবান পেয়ে খুশি গ্ৰামবাসীরা।দহিজুড়ি গ্ৰামের বাসিন্দা ফতীক দাস জানান, বাজারে মাস্কর চাহিদা বেড়েছে বাড়িতে বসে মাস্ক ও সাবান পেয়ে খুশি। দহিজুড়ি সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশনের এইরকম উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে। তাতেই খুশি দহিজুড়ি সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশনের সদস্যরা।