ফের ‘দিদিকে বলো’র সাফল্য। দিদিকে বল টোল ফ্রিতে ফোন করে পেটিএমের মাধ্যমে জালিয়াতির টাকা ফিরে পেল ভদ্রেশ্বর সরকার পুকুর লেনের বাসিন্দা বেসরকারী কর্মী অনিন্দ্য দত্ত। এই ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ দিন আগে পেটিএমের লিংকের মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে ৫৭,৫০০ টাকা খোয়া যায়।সমস্ত বিষয়টি নিয়ে ভদ্রেশ্বর থানা ও সাইবার ক্রাইমে অভিযোগ করে অনিন্দ্য। টাকা ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি।অবশেষে তার মাথায় আসে ‘দিদিকে বলো’তে ফোন করলে যদি কিছু হয়।সেই চিন্তা করে অনিন্দ্য ‘দিদিকে বলো’ টোল ফ্রি নাম্বারে ফোন করে বিস্তারিত তথ্য জানায়। এরপর দশ দিনের মাথায় টাকা ফেরত আসছে বলে মোবাইলে ম্যাসেজ আসে। ৫০ হাজার টাকা ফেরত পেয়ে খুশি হল অনিন্দ্য ও তার পরিবার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল ভদ্রেশ্বরের এই দম্পতি।