দেশ

দিল্লিতে অনেকটাই সফল প্লাজমা থেরাপি, সুস্থ রোগীদের প্লাজমা দানের আবেদন কেজরিওয়ালের

করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাওয়া রোগীর শরীর থেকে প্লাজমা নিয়ে আশঙ্কাজনক রোগীর শরীরে প্রয়োগ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এই মুহূর্তে দিল্লিতে বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীর শরীরে সুস্থ হয়ে যাওয়া রোগীর দেহ থেকে প্লাজমা নিয়ে প্রয়োগ করা হয়েছে বলে দিল্লি সরকার দাবি করেছে। চিকিৎসকরা দাবি করেছেন এর সুফলও মিলতে শুরু করেছেন। তাই এবার সুস্থ হয়ে যাওয়া রোগীদের কাছে প্লাজমা দান করার জন্য আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল।




তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গত কয়েকদিন ধরে আমরা আশঙ্কাজনক রোগীর দেহে প্লাজমা থেরাপি করার চেষ্টা করেছি। তার রেজাল্টও খুবই ভালো। এই মুহূর্তে আরও ৩ জন আশঙ্কাজনক রোগীর শরীরে এই প্লাজমা প্রয়োগ করা সম্ভব। তাঁদের শরীরে প্লাজমা থেরাপি করা প্রয়োজন। তাই যারা করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে গিয়েছেন, সেই সব রোগীর কাছে প্লাজমা দানের আবেদন করা হচ্ছে। কারণ কেন্দ্রীয় সরকার খুব নির্দিষ্ট সংখ্যক রোগীর ক্ষেত্রেই এই টেস্টের অনুমতি দিচ্ছে। সেই কারণে আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রেই এই প্লাজমা থেরাপি করার চেষ্টা করা হচ্ছে। এদিকে এই প্লাজমা থেরাপি যদি সম্পূর্ণ সফল হয় তাহলে করোনা চিকিৎসায় অন্য এক দিশা পাবেন দেশের চিকিৎসকরা।



Loading

Leave a Reply