দেশ

দিল্লিতে আইপিএলের অনুমতি দেবে না আপ সরকার, সমস্ত সুইমিং পুল বন্ধের নির্দেশ

ভারতে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কর্নাটকে এই মারণ ভাইরাসে এদেশের প্রথম বলি হয়েছেন এক প্রৌঢ়। এই অবস্থায় দেশের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট বন্ধের মুখে। আইপিএল নিয়ে কাল গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। আদৌ এবার আইপিএলের ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে আইপিএলের কোনও ম্যাচ করার অনুমতি দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আপ সরকার। এ ব্যাপারে আজ সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিদোসিয়া। এমনকী রাজধানীতে সমস্ত রকম ক্রীড়া ইভেন্ট, সেমিনার, আলোচনা চক্র সবকিছুই বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দিল্লির সমস্ত সুইমিংপুলও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরই দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এরপর করো না ঢুকতে আরো তৎপর হয়েছে রাজ্য সরকার। কোনওভাবেই কোথাও বহু মানুষের জমায়েত হোক সেটা চাইছে না সে রাজ্যের সরকার। তাই স্কুল বন্ধ রাখার পাশাপাশি এবার সুইমিংপুল সমস্ত ক্রীড়া ইভেন্ট সম্মেলন ও সেমিনার বাতিলের নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকি করোনার সংক্রমণ রুখতে স্বাস্থ্য দপ্তর তৎপর রয়েছে।

Loading

Leave a Reply