আগামী রবিবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করছেন অরবিন্দ কেজরিওয়াল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি বিধানসভা দখল করার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। রাজনীতিবিদরা মনে করছিলেন আম আদমি পার্টির শপথ গ্রহণ অনুষ্ঠান বিরোধী শিবিরের ঐক্য মঞ্চ হয়ে উঠবে। কিছুদিন আগেই হেমন্ত সরেন এর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধীদের জোটের ছবি পাওয়া গিয়েছিল। মনে করা হচ্ছিল দিল্লির শপথ গ্রহণ অনুষ্ঠানে জোরালোভাবে নরেন্দ্র মোদী অমিত শাহকে বার্তা দেওয়া হবে।কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনায় জল ঢেলে দিলেন আম আদমি পার্টি। জানা গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ করা হলেও আমন্ত্রিত তালিকা থেকে বাদ পড়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়,কোন বিরোধী নেতাকেই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
দিল্লি বিধানসভা ভোটে ৭০টির মধ্যে ৬২ আসন পেয়ে আরও একবার মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরীবাল। ভোটের ফলপ্রকাশের পর কেজরীবালকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইট করেন, আপ ও অরবিন্দ কেজরীবালকে জয়ের অভিনন্দন। আশা করি আপনারা দিল্লিবাসীর স্বপ্নপূরণ করতে পারবেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে কেজরীবাল টুইট করেছেন,”ধন্যবাদ স্যর। রাজধানীকে আন্তর্জাতিক শহর করতে কেন্দ্রের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।” আপের আহ্বায়ক গোপাল রাই সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, কোনও মুখ্যমন্ত্রী বা অন্য কোনও রাজ্যের রাজনৈতিক নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে না। পুরো অনুষ্ঠানই দিল্লিকেন্দ্রিক হবে। গতকাল বৃহস্পতিবার প্রায় একই ইঙ্গিত দিয়েছিলেন আপের ‘নাম্বার টু’ মনীশ সিসৌদিয়া। তিনিও বলেছিলেন,দিল্লির সবাইকে’ আমন্ত্রণ জানানো হবে।