দেশ

দিল্লি ভোটে পোলারাইজেশনেরই ইঙ্গিত, ভোটের শতাংশ বাড়াচ্ছে বিজেপি

বর্তমানে ভারতবর্ষের বিগত বেশ কয়েকটি নির্বাচনের দিকে তাকালে একটা জিনিস স্পষ্ট যে যে কোন ভোটে ঘটছে পোলারাইজেশন। লোকসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের দিকে তাকালে সেই একই ফ্যাক্টর কাজ করেছিল। অর্থাৎ ভোট দুটি দলের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। দিল্লি নির্বাচনের গণনার প্রাথমিক পর্বের দিকে তাকালে পোলারাইজেশনেরই ইঙ্গিত মিলছে। তাৎপর্যপূর্ণভাবে শতাংশের বিচারে ভোট প্রায় ১০ শতাংশ বাড়িয়েছে বিজেপি। এখনো পর্যন্ত যা ফলাফল তাতে শতাংশের বিচারে আম আদমি পার্টি পেয়েছে শতাংশের কিছু বেশি ভোট। যা গতবারের থেকে প্রায় ৪ শতাংশ কম।

এদিকে বিজেপি এখনো পর্যন্ত পেয়েছে ৪৩ শতাংশের কিছু বেশি। যা গতবারের তুলনায় প্রায় ১০ শতাংশেরও বেশি। এদিকে ১৫ বছর দিল্লির শাসনে থাকা জাতীয় দল কংগ্রেস শতাংশের বিচারে এখনও পর্যন্ত ফলাফলের নিরিখে দুই অঙ্কের সংখ্যা ছুঁতে পারেনি। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কংগ্রেস পাঁচ শতাংশের কিছু ভোট পেয়েছে। ফলাফলের এই ট্রেন্ড অনুযায়ী দিল্লির ভোটাররা যে দুই ভাগে ভাগ হয়ে গেছেন তা কার্যত স্পষ্ট। অর্থাৎ দিল্লি ভোটে এক্সিট পোলের পূর্বাভাসকে সত্যি করে পোলারাইজেশন এর ইঙ্গিত মিলছে।

Loading

Leave a Reply