ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট:- দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে ছাত্রীদের উপর হামলার প্রতিবাদে ঊনকোটি জেলা এন এস ইউ আই-এর পক্ষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সোমবার কৈলাশহর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস এ। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। অন্যদিকে এবিভিপি প্রতিনিধি দল কৈলাশহর ভগিনী নিবেদিতা গার্লস স্কুলে এসে খোঁজ খবর নেন ছাত্র ছাত্রীরা কিভাবে স্কুল ছেড়ে বিক্ষোভ প্রদর্শনের যায়। ঘটনার খবর পেয়ে এন এস ইউ আই কর্মীরা থানার সামনে থেকে গার্লস স্কুলের সামনে এসে পড়ে। দুই দলের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির রূপ নেয়।
ঘটনার সাথে সাথে বিশাল পুলিশ, টি এস আর মোতায়েন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন পি সি সি সভাপতি বিরজিৎ সিনহা , জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। দুদিক থেকেই যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন কৈলাসের মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার। ঘটনার জেরে কৈলাশহরে নতুন করে আতঙ্ক ছড়ায়। প্রকাশ্যে মহকুমা শাসক ডা বিশাল কুমারের সাথে কংগ্রেস কর্মীরা দুর্ব্যবহার করে। প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা প্রকাশ্যে হুমকি ও অশান্তির পরিবেশ সৃষ্টি করেন বলে অভিযোগ।